recent bangladesh

 


আমরা যদি ভারতের মত নিজেদের minorities( সংখ্যা লঘু সমাজের) সাথে একই রকম ব্যবহার করি তাহলে তাদের আর আমাদের ভিতর তফাৎ কি থাকলো? বিচার বহির্ভূত নিজের হাতেই সব ক্ষমতা তুলে নেওয়ার ভিতর অনেক ভয়ংকর ত্রুটি থাকতে পারে যেমন নিজের স্বার্থ হাসিলের জন্য ধর্মের অবমাননার নাম দিয়ে কাউকে ফাঁসানো। বাঙালি ,ভারতের মতোই কুলাঙ্গার জাতি ,হিসাব করে দেখবেন দেশের ৯৫% দৈনন্দিন কাছে ব্যবহার্য খাদ্যবস্তু ভেজালে ভরা।সেখানে নিজেদের হতে ক্ষমতা তুলে নেওয়ার অধিকার আসে কিভাবে যাচাই ছাড়া? 
অবশ্য এগুলা নিয়ে তেমন কথা বলা হচ্ছেনা কারণ ভারতীয় মিডিয়া আসল ঘটনা বাদ দিয়ে সারাদিন এটাই প্রচার করে বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এর ভিতর যে ঐক্য আছে/ ছিল সেটা ভাঙার চেষ্টায় ব্যস্ত থাকে,প্রায় ভুয়া খবর পর্যন্ত প্রচার করে নিজেদের কুকর্মের সবকিছু চাপা দিয়ে দেয় বিভিন্ন ন্যারেটিভ ইউজ করে যেমন জিহাদী। 
তার প্রভাবে লক্ষ্য করবেন আমাদের minority ধীরে ধীরে আমাদের যেই ঐক্য/ শান্তির সম্পর্ক ছিল সেটা আর বিশ্বাস করেনা ,ভালো করে লক্ষ্য করলে দেখবেন তারা কখনও আওয়ামীলীগ,ভারত বিরোধী কোনো কথা পর্যন্ত সোস্যাল মিডিয়ায় বলার প্রয়োজন বোধ করেনা। ২০২৪ সালের যেই ২০০০+ ছাত্র,শিশু ,সাধারণ মানুষ হত্যার বিরুদ্ধে কোনো কথা বলেনা( বললেও খুবই নগণ্য), বোঝার দরকার আওয়ামীলীগ,ভারত শুধু তাদের ব্যবহার করছে নিজের স্বার্থ হাসিলে।
যেমন একটা উদাহরণ দেয় ,  জেনে অবাক হবেন হায়দ্রাবাদ আলাদা দেশ হিসেবে গঠন করা হয়েছিল,ব্রিটিশ পরবর্তী আমলে ভারত,পাকিস্তানের মতই । ঠিক সংখ্যালঘু নির্যাতনের নামে ভারত হায়দ্রাবাদ দখল করে।
ভারত ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর 'অপারেশন পোলো' (Operation Polo) নামক একটি সামরিক অভিযানের মাধ্যমে নিজাম শাসিত হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করে, যা সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে পরিচালিত হয়েছিল এবং এর মাধ্যমে নিজাম মীর উসমান আলীর শাসনের অবসান ঘটে। এমন ভাবে সেভেন সিস্টার্স ও যুক্ত। বাংলাদেশের সাথে এত সহজে এরকম না হলেও তারা প্রোপাগান্ডা ছড়াতেই আছে। 
প্রতিবাদ হোক সকল স্তরে ,সবসময় ,ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে

Post a Comment

0 Comments