জীবনে কখনও কখনও অনেক কষ্ট অনুভব করতে হয় যে কি করা উচিৎ মাথায় আসেনা ,সবার তো সহ্য করার ক্ষমতা ও থাকেনা । এই বয়সে বেশিরভাগই হয়তো এই ভুল করে
وَ لَا تَقْرَبُوا الزِّنٰۤی اِنَّهٗ كَانَ فَاحِشَةً ؕ وَ سَآءَ سَبِیْلًا.
তোমরা যিনা-ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয় তা অশ্লীলতা ও বিপথগামিতা। (সূরা বনী ইসরাইল ১৭)
ভুল আমিও করছিলাম 😩 আবেগের সকল স্তর ছুঁয়ে গেলে কিভাবে না ভালবেসে থাকা যায়? বুঝতেও অনেক দেরি করে ফেলছিলাম। কিন্তু যত কাছে যাওয়ার চেষ্টা করা হয় কোনো না কোনো ভাবে দূরে চলে যায়।হতে পারে করো দোয়ার কারণে যে আমাকে গোপনে পছন্দ করে অথবা আমার মা বাবা। কিন্তু তাতে কি কোনো লাভ হলো? মানুষ নিজের ভালবাসা থেকে যত দূরে যাবে , অনুপ্রেরণা আর কোনো কিছু করার আগ্রহ ততোই কমবে। মাঝে মাঝে মনে হয় কি ছিলাম আর কি করতে পারতাম নিজের potential দিতে পারলে। কোনো কিছুতে মনই বসেনা কি আর করা যেত।
সব সময় আর সকল পরিবেশে বারবার নিজেকে মানায় নেওয়া অনেক কষ্টকর হয়ে ওঠে । এটাই জীবন হয়তো।
যাইহোক আমি ধরে নিচ্ছি আমার জীবনে সেই ভালবাসা এর অনুভূতি কোনোদিনও আসবেনা ।মাঝে মাঝে মনে হয় একটা time machine থাকলে ভাল হতো বার বার সেই সময়ে গিয়ে কাটায়ে আসতাম জীবনের সবচেয়ে বেশি সুন্দর অনুভূতি🤍 । সারাজীবন এ কাটানো সময় ও হয়তো তার মত সুন্দর হবেনা দিন যাবে অনেক দায়িত্ব ঘাড়ে আসবে। কিন্তু যতদিন বাঁচবো হুট করে সেই অনুভূতি মনে হলে চোখ দিয়ে পড়বে দুই একফোঁটা।
আর যাদের যাকে দেখে তাকেই ভালোলাগে তারা এটা অনুভব করতে পারবে না। আমার কাউকেই এত সহজে ভাল লাগেনা । যদি মনে হয় আমার অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল বা ভাল লাগে তাহলে সেই মেয়েদের কাছে গিয়ে শুনে আসতে পারো। না কাউকে proposal দিছি না involve হয়েছি। কিন্তু এটা সত্যি আমার হাতে অনেক option ছিল অনেকেই পছন্দ করে কিন্তু যখন দেখে আমি involve হচ্ছি না তখন কোথায় হারায়ে যায়। এটুকুতেই উধাও হয়ে গেলে সেটা ভালবাসা না সেটা ভাললাগা।
জীবনসঙ্গী হিসেবে সব সময় আমার ইচ্ছা ছিল আমার কোনো সমবয়সী ,বান্ধবী যে সহজেই আমাকে বুঝবে,যেকোনো পরিস্থিতিতে সমান অভিজ্ঞতা দিতে পারবে, ধৈর্য ধরবে,যেকোনো বিষয় সহজে নিবে,হালকা ঝগড়া করবে
জীবনসঙ্গী হিসেবে কোনো ছোট বোন আসুক জীবনেও চাইবনা কিন্তু কপালে কি আছে বলা যায়না যা চাইনা তাই হয়💔 না বাচ্চা মানুষ করে বিয়ে করার ইচ্ছা আছে না dominant করে।
টিকটকার,অবুঝ,over serious,১২ভাতারি এদের থেকে দূরে রাখো আল্লাহ। কপালে জীবনসঙ্গী থাকলে আমার মতই পবিত্র ,ভাল মনের কেউ আসুক🙏
জীবনযুদ্ধে কি হেরে গেলাম? নিজের ইচ্ছা আকাঙ্ক্ষায় জীবনের সব কিছু না। দুনিয়ায় তো সব কিছু
নয়।মরার পরেও এক জীবন আছে ।তারপরও পরিকল্পনার সাথে বাস্তবের কিছু না মিললে জীবন কাটানোর তেমন আগ্রহ থাকেনা।
আবার ভালবাসা এক ধরনের সম্মান ,সেই সম্মানের যোগ্য না হলে কপালে এমনিও আসবেনা। কাউকে আবার খুব বেশি গুরুত্ব দেওয়া ও ঠিক না তাহলে আপনার মূল্য বুঝবেনা। Free তে পাওয়া কোনো কিছুর মূল্য মানুষ দেয়না
﴿أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ﴾
[ النجم: 24]
মানুষ যা চায়, তাই কি পায়?
সূরা নাজ্ম আয়াত 24
চেষ্টা করেও না হলে সেটা অমঙ্গলজনক। কিন্তু সব কিছু কি কোনোভাবে ঠিক করা যেত না? এর উত্তর আমার কাছে নেই।
এতদূর কেউ পড়বেনা সবাই নিজের জীবন নিয়ে ব্যাস্ত,নিজেকে একটু মানসিক শান্তি দেওয়াতে ব্যাস্ত আবার কারো লেখা পড়তে অনেকেরই বিরক্ত লাগবে। তারপর ও যদি কেউ পড়ে আমার কোনো শুভাকাঙ্ক্ষী বা হোকই না আগ্রহ বসত।
আমি বলবো আগুন নিয়ে না খেলায় ভালো একটু ভুল হলেই অঘটন ঘটে যাবে। প্রেম, ভালবাসাও কিছুটা একই রকম যত মায়া বাড়বে তত মানসিক কষ্ট পেতে হবে। নেশার সাথে বেশি relatable। তবে নিজের অজান্তেই গভীর মায়াতে পরলে মনে হয় দূরে থাকায় ভাল কিন্তু দূরে যেতে যেতে যখন অন্য কারো হয়ে যাবে তখন আবার কষ্ট। এটার কোনো উত্তর নাই আমার কাছে। কষ্টের মাঝেও আছে সুখ কিন্তু সেটা পাওয়া যাবে তাৎক্ষণিক প্রচন্ড কষ্ট সহ্য করতে পারলে সময়ের সাথে সাথে। অনেকেই আত্মহত্যা করে যার কারণে না ইহকাল না পরকাল কিছুই পাওয়া যাবেনা। অপেক্ষা করতে হবে দেখি সব কিছু পরিবর্তন হয়ে যায় কিনা বা তার চেয়েও ভাল কিছু হয় কিনা।
وَ لَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ
শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে (এত নি‘মাত) দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
সূরা আদ দূহা:৫
0 Comments